অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করোনা সনদ পেতে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় বিদেশগামীরা

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার  

চট্টগ্রামে সার্ভার সমস্যার কারণে করোনা সনদ পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে প্রবাসীদের। বুধবার (৩০ ডিসেম্বর) রাতভর সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান করেও সনদ পাননি অনেকে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে একটি সনদ দিলেও সেটা অনলাইন কপি না হওয়ায় এখন বিদেশ যাওয়ার অনিশ্চয়তা কাটেনি যাত্রীদের।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে এমন অভিযোগ করেন ভূক্তভোগীরা। এসময় তারা জানান, বুধবার সকালে নমুনা দিয়ে রাত ১২ টা পর্যন্ত করোনা সনদের জন্য অপেক্ষা করলেও  তা পাননি তারা। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে একটি সনদ দিলেও সেটি অনলাইন কপি নয়। যার কারণে আজ অনেকের ফ্লাইট থাকলেও তারা বিদেশ যেতে পারবেন কিনা তা জানে না অনেকে।

এদিকে সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়েছে সার্ভারের কাজ দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ রাব্বী জানান, গত দুইদিন ধরে সার্ভারে এ সমস্যা দেখা দিয়েছে। এখনো ঠিক হয়নি বা কখন ঠিক হবে তাও বলা যাচ্ছে না।

প্রতিদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গড়ে এক হাজার বিদেশ যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ফলাফল জানিয়ে দেওয়া হলেও সার্ভার সমস্যার কারনে মাঝে মধ্যে ভোগান্তীতে পড়তে হয় প্রবাসীদের।

তবে করোনা নমুনা পরীক্ষার ফি ৩০০ টাকা করার পরদিনই কেন এমন সমস্যা সৃষ্টি হবে তা নিয়ে উঠছে  নানা প্রশ্ন। স্বাস্থ্য সচিবের নির্দেশে করোনা ফি  ১ হাজার ৫০০ টাকা থেকে ৩০০ টাকা করার নির্দেশনা জারি করা হয়।