এবার পাঠ্যবই দেওয়া হবে যেভাবে
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৪২ এএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার আপডেট: ১১:৫১ এএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
করোনাভাইরাস পরিস্থিতিতে বই উৎসব-এর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে সোয়া চার কোটির বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাওয়ার কার্যক্রম শুরু হলো।
আরও পড়ুন**করোনা পরিস্থিতি ভালো না হলে স্কুল খুলবে না, অনলাইন শিক্ষা চলবে
বছররে শেষ দিনে বই উৎসবের উদ্বোধন হলো। আর ইংরেজি নতুন বছর ২০২১ এর প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে স্কুলে স্কুলে বই বিতরন শুরু হবে। গত ১১ বছর ধরে গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রাথমিক ও মাধ্যমিকে মোট শিক্ষার্থী: ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন
বই দেয়া হবে ১ জানুয়ারি থেকে ১২ দিনে
প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীকে ভাগ হয়ে তিন দিনে বই সংগ্রহ করতে হবে
প্রাথমিকে বই সংগ্রহ করবে অভিভাবকরা, শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে না
এবার পাঠ্যবই দেওয়া হবে যেভাবে
জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ শিক্ষার্থীর জন্য মোট ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৩৯৪টি বই ছাপছে এনসিটিবি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মোট ১২ দিনে বই দেওয়া হবে। একেকটি শ্রেণির শিক্ষার্থীরা ভাগ হয়ে তিন দিন শিক্ষা প্রতিষ্ঠানে এসে বই নেবে। বেশি মানুষের সমাগম যাতে না হয়, সে জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যেগুলোতে শিক্ষার্থী কম, সেগুলোতে এক দিনে এবং যেগুলোতে শিক্ষার্থী তুলনামূলক বেশি, সেগুলোতে তিন দিনে বই দেওয়া হবে।
বিদ্যালয়গুলোতে ১ জানুয়ারি এই কার্যক্রম শুরু হবে। তবে প্রাথমিকের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে না। অভিভাবকেরা এসে বই নিয়ে যাবেন।