অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বই উৎসবে শেষ হবে বছর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০১ এএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ১১:৪৩ এএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

গত ১১ বছর ধরে গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর পরদিন ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে অনুষ্ঠান করতো। এবার তাতে বাধ সেধেছে করোনা মহামারি। পরিবর্তিত এই পরিস্থিতিতে বই উৎসব-এর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে বই উৎসব উদ্বোধন করা হবে। উৎসব করে না হলেও ১ জানুয়ারি থেকে মধ্য জানুয়ারির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে। 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বই উৎসবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সংশ্লিষ্টরা।

এবার পাঠ্যবই দেওয়া হবে যেভাবে
জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ শিক্ষার্থীর জন্য মোট ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৩৯৪টি বই ছাপছে এনসিটিবি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মোট ১২ দিনে বই দেওয়া হবে। একেকটি শ্রেণির শিক্ষার্থীরা ভাগ হয়ে তিন দিন শিক্ষা প্রতিষ্ঠানে এসে বই নেবে। বেশি মানুষের সমাগম যাতে না হয়, সে জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিকে মোট শিক্ষার্থী: ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন
বই দেয়া হবে ১ জানুয়ারি থেকে ১২ দিনে
প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীকে ভাগ হয়ে তিন দিনে বই সংগ্রহ করতে হবে
প্রাথমিকে বই সংগ্রহ করবে অভিভাবকরা, শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে না

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যেগুলোতে শিক্ষার্থী কম, সেগুলোতে এক দিনে এবং যেগুলোতে শিক্ষার্থী তুলনামূলক বেশি, সেগুলোতে তিন দিনে বই দেওয়া হবে। 
বিদ্যালয়গুলোতে ১ জানুয়ারি এই কার্যক্রম শুরু হবে। তবে প্রাথমিকের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে না। অভিভাবকেরা এসে বই নিয়ে যাবেন।