চট্টগ্রামে করোনায় মৃত্যু কমে ৫, শনাক্ত ১২৪
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ১২৪ জনের। নতুন শনাক্তদের মাঝে ১০৫ জন নগরের ও ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া গত একদিনে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৫ জন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) যে সংখ্যা ছিল ৫। এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন মোট ৩৫৯ জন। তার মধ্যে ২৫৬ জন নগরের ও ১০৩ জন উপজেলার পর্যায়ের বাসিন্দা।
বুধবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩০ হাজার ২১৪ জনের মধ্যে ২৩ হাজার ৩৫৪ জন নগরের ও ৬ হাজার ৮৬০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৬৯ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ও সিভাসুতে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।কক্সবাজার মেডিকেল কলেজে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও শেভরণে ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা পাওয়া গেছে। জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।