সাপের বিষসহ গ্রেফতার ৬ জন কারাগারে
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার করা ছয়জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। জানা গেছে, এই ছয়জন আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন- মো. মাসুদ রানা, মো. ছফির উদ্দিন শানু, মো. তমজিদুল ইসলাম, মো. আলমগীর হোসেন, ফিরোজা বেগম ও আসমা বেগম।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম ৬ আসামিকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৫ ডিসেম্বর আসামিদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
র্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে রাজধানী ঢাকার দক্ষিণখান থানার ৫০ নং ওয়ার্ড গুলবার মুন্সি স্মরণী রোড এলাকায় তারা অভিযান চালায়। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে সবাই পালিয়ে যাচ্ছিল। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি ও সাপের বিষের ম্যানুয়াল বইও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানায় র্যাব। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, একটি নিদিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে।
র্যাবের আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যাচাই-বাছাই করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।