জুনে এসএসসি ও জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা হতে পারে
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার আপডেট: ০৩:২২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
আগামী জুনে এসএসসি এবং জুলাই-আগস্টে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বই উৎসবের উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২১ এর ফেব্রুয়ারি-মার্চ নাগাদ এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে পাঠদান দেয়ার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি।
২০২০ এর এইসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে শিগগিরই অধ্যাদেশ জারি করা হবে, বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, অনলাইনে ক্লাস হলেও পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা সম্ভব হয়নি, শিক্ষার্থীদের লেখাপড়াতেও কিছুটা ঘাটতি রয়ে গেছে। এ অবস্থায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অপেক্ষাকৃত স্বল্প সিলেবাস তৈরি করা হচ্ছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এসএসসি ও ৩১ জানুয়ারির মধ্যে এইচএসসির পরিমার্জিত সিলেবাস দেয়া হবে।
শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।