অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুক্রবার রাজধানীতে হেলথ এন্ড ওয়েলবিয়িং ফেস্ট 

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার  

ব্র্যান্ড প্রাকটিসনারস বাংলাদেশ-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে 'হেলথ এন্ড ওয়েল বিয়িং ফেস্ট'। শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বসবে এবারের আসর। এ বছরের আয়োজনের থিম Building Brands that Heal, Harness & Harmonize।

বর্তমান সময়ের ব্র্যান্ড এবং ভোক্তাদের বাস্তবতাকে মাথায় রেখে সাজানো হয়েছে এবারের হেলথ এন্ড ওয়েল বিয়িং ফেস্ট। যার মধ্যে উল্লেখযোগ্য কি-নোট সেশন, ইনসাইট সেশন, কেস স্টাডি, প্যানেল ডিসকাশন, ফায়ারসাইড চ্যাট, নেটওয়ার্কিংসহ নানা আয়োজন। এছাড়া থাকবে বিজনেস ম্যাগাজিন সিএমও'র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন পর্ব।

আয়োজনের বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেবেন ফুড, স্বাস্থ্যসেবা, ফার্মা, অলটারনেটিভ মেডিসিন, ওয়েলনেস সেক্টরের প্রধান নির্বাহী, স্ট্র্যাটেজিস্ট ও চিফ মার্কেটিং অফিসার, চিকিৎসক, উদ্যোক্তা, হেড অফ মার্কেটিং ও এজেন্সি পেশাজীবীরা।

'হেলথ এন্ড ওয়েল বিয়িং ফেস্ট'-এর টাইটেল স্পন্সর হিসেবে আছে এসিআই নিউট্রিলাইফ। কো-স্পন্সর এবং সহযোগিতায় আছে সুখি, আকিজ হেলথ এবং একেএস খান হেলথ ফার্মাসিটিউক্যালস লি.।