অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাফল্যের ৭ বছরে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স চারদিকে

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২০ এপ্রিল ২০২৫ রোববার  

সাফল্যের ৭ বছরে পা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স প্রতিষ্ঠান চারদিকে। ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (২০ এপ্রিল) রাজধানীর হাতিরপুলস্থ চারদিকের প্রধান কার্যালয়ে এক আনন্দ উৎসবের আয়োজন করা হয়। আনন্দ উৎসবে চারদিকের সকল স্তরের কর্মী এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।

আনন্দ উৎসবে চারদিকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সরওয়ার কামাল প্রতিষ্ঠানের সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এসময় অন্যান্যদের মধ্যে চারদিকের চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) আল জাবের ফয়সাল, জেনারেল ম্যানেজার সৌমেন দেব বর্মন, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম উপস্থিত ছিলেন। 

সরওয়ার কামাল তার বক্তব্যে বলেন, বাংলাদেশে এখনো আমাদের ইমপোর্টেড কসমেটিকসের উপর নির্ভর করতে হয়।  ই-কমার্সের পাশাপাশি চারদিকে আগামী বছরের মধ্যে নিজস্ব ব্র্যান্ডগুলোকে বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে যেতে চায়। সেই লক্ষ্যে মধ্যপ্রাচ্য এবং  এশিয়ান মার্কেটে বাংলাদেশী ব্র্যান্ডকে প্রমোট করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। 

উল্লেখ্য ২০১৯ সালে মাত্র ৩ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে চারদিকে। বর্তমানে যা দেড়শ কর্মীবাহিনীর শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০২০ সাল থেকে দক্ষিণ কোরিয়ার বিশ^খ্যাত কসমেটিকস ব্র্যান্ড স্কিনফুড এবং জিফোর্সের একমাত্র পরিবেশক হিসেবে প্রসাধনী সামগ্রি বাংলাদেশে বাজারজাত করছে চারদিকে। পাশাপাশি ২০২৪ সালে নিজস্ব স্কিন কেয়ার ব্র্যান্ড স্কিনো এবং ইনসেই-এর বাজারজাত শুরু করেছে চারদিকে। সম্পূর্ণ নিজস্ব এবং দেশীয় স্কিন কেয়ার ব্র্যান্ড স্কিনো এবং ইনসেই ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে শক্ত জায়গা তৈরি করেছে।

৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী মঙ্গলবার সারাদিন চারদিকে সাইটে (www.chardike.com) চলবে প্রতিষ্ঠাবার্ষিকী স্পেশাল ‘চারদিকে সিক্সার অফার’।