অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিসিটিআই-এ ‘টেলিভিশন অনুষ্ঠান ও কনটেন্ট নির্মাণ’ শীর্ষক পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স সমাপ্ত

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার  

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এ গেলো বছরের ১৪ জুলাই থেকে ‘টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা ও বিভিন্ন প্লাটফর্মে কনটেন্ট নির্মাণ’ শীর্ষক ছয় মাস মেয়াদে স্নাতকোত্তর ডিপ্লোমা (PGD) প্রশিক্ষণ পাঠ্যধারা শুরু হয়। টেলিভিশন সম্প্রচার শিল্পের পাশাপাশি বর্তমান নিউমিডিয়ার প্রযুক্তিনির্ভর দক্ষ ও সৃজনশীল লোকবলের চাহিদা মেটানোর জন্য এই পাঠ্যধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

ডিপ্লোমা কোর্সে বর্তমান সময়ের কর্মক্ষেত্রের পেশাদার কর্মবাজারের চাহিদার পরিপ্রেক্ষিতে সিংহভাগ হাতে-কলমে ব্যবহারিক শিক্ষণকে গুরুত্ব দিয়ে ১৫টি মডিউলের সমন্বয়ে পাঠ্যধারা পরিকল্পনা করা হয়েছে। কনসেপ্ট ডেভেলপমেন্ট, অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে গবেষণা ও কনটেন্ট পরিকল্পনা, প্রযোজনার প্রজেক্ট প্রস্তাবনা তৈরি ও উপস্থাপনা কৌশল, পাণ্ডুলিপি লিখন, স্টোরিবোর্ড তৈরি, ক্যামেরা পরিচালনা ও আলোক সম্পাত, শটের ব্যবহার, প্রডাকশন ডিজাইন ও নির্মাণ কৌশল, মাইক্রোফোন পরিচিতি, মাল্টিক্যামেরায় অনলাইন শুটিং কৌশল, অনলাইন ভিডিও এডিটিং পদ্ধতি, টকব্যাকের ব্যবহার, ক্যামেরা মুভমেন্ট, লাইভ সম্প্রচার, ক্রোমা শুটিং কৌশল, লাইভ অনুরূপ রেকর্ডিং কৌশল, সম্প্রচার অনলাইন স্ট্রিমিং প্রযুক্তি, অডিও গ্রহণ ও সম্পাদনা, ভিডিও সম্পাদনা, কালার গ্রেডিং, গ্রাফিক ডিজাইন, অভিনয় ও উপস্থাপনা কৌশল, শিল্প নির্দেশনা, পোশাক পরিকল্পনা, মেকআপ ও মেকওভার, আবহসংগীত, ওটিটি, নিউ-মিডিয়া, ভিজ্যুয়াল অ্যাস্থেটিকস্,  টেলিভিশনের চলমান হালচাল প্রভৃতি বিষয় অন্তর্ভূক্ত ছিল স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডি) এই প্রশিক্ষণ পাঠ্যধারায়। 

মিড-টার্ম পরীক্ষার অংশ হিসেবে গ্রুপভিত্তিক দুটি প্রযোজনা নির্মাণ করেন শিক্ষার্থীরা। একটি স্টুডিও ভিত্তিক নন-ফিকশন নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক  টকশো, অন্যটি একটি ফিকশন ‘রক্তকরবীর খোঁজে নন্দিনী। ইলেকট্রনিক ফিল্ড প্রোডাকশনের আওতায় চারটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন শিক্ষার্থীরা— রোহিঙ্গাদের নিয়ে প্রামাণ্যচিত্র ‘বাস্তুচ্যুত স্বপ্ন’, জুলাই গণঅভ্যূত্থানে শহিদদের নিয়ে প্রামাণ্যচিত্র— ‘পাহাড়ের কোলে সূর্যসন্তান নুরুল আমীন’, ‘বিপ্লবসারথী শহিদ আহসান হাবীব’, ‘সময়ের বীর শহিদ তানভীর’। চূডান্ত পরীক্ষার ডিপ্লিামা প্রযোজনায় প্রত্যেকে আলাদাভাবে একটি করে প্রডাকশন তৈরি করেন। কোর্সের মূখ্য প্রশিক্ষক ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিক্ষক ড. ইসলাম শফিক। কোর্স উপদেষ্টা হিসেবে ছিলেন প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। কোর্স পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন (বিসিটিআই)-এর উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোকছেদ হোসেন, জান্নাতুল ফেরদৌস, সহকারী পরিচালক (রেজিস্ট্রেশন) সহকারী পরিচালক (প্রশাসন) অজিত কুমার নাথ। 

১৬ এপ্রিল ২০২৫, বুধবার সকালে রাজধানীর মিরপুর দারুস সালাম রোডে অবস্থিত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে বিসিটিআই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবা ফারজানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ও গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক ও কোর্সের মেন্টর ড. ইসলাম শফিক। উক্ত অনুষ্ঠানে বিগত সময়ে সম্পন্ন চারটি কোর্সের সনদপত্র প্রদান করা হয় এবং দুটি কোর্সের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়। এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ‘টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন মাধ্যমে কনটেন্ট নির্মাণ’ শীর্ষক পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স সফলভাবে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ সার্টিফিকেট গ্রহণ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবা ফারজানা বলেন, বাংলাদেশের টেলিভিশন শিল্পমাধ্যমে আজকের এই গ্রাজুয়েটবৃন্দ অনুষ্ঠান নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিসিটিআই থেকে লব্ধজ্ঞান তারা তাদের পেশাগত জীবনে নান্দনিকভাবে কাজে লাগাতে সক্ষম হবে।’