অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৯ ডিসেম্বর রাত ৯টায়

‘করোনাক্রান্তির বিষে বিশ ক্ষয়’ অপরাজেয় বাংলার আলাপন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৬ এএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার   আপডেট: ১২:১৮ এএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

বিদায়ী বছর ২০২০ এর পরিক্রমায় এবং নবাগত বছরে ভালো কিছুর প্রত্যাশায় অপরাজেয় বাংলা’র নিয়মিত ভার্চুয়াল আলাপন বসছে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায়। এই আড্ডায় সম্মিলন ঘটবে দুই বাংলার। ওপার বাংলার  লেখক, বুদ্ধিজীবী, তাত্ত্বিক ও শিক্ষক অধ্যাপক ড. অঞ্জন (সৌমেন্দ্রনাথ) বেরা এবং এপার বাংলার শিক্ষক, তার্কিক ও বিশ্লেষক ড. শামীম রেজা।

করোনাক্রান্ত্রির বিষে ‘বিশ’ ক্ষয় এটাই আলাপনের শিরোনাম। যা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-ভারত দু’দেশের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক, সাংবাদিক, গবেষক, মিডিয়া এডুকেটর্সদের (নিরীক্ষাধর্মী তৎপরতা) প্ল্যাটফর্ম ‘ইন্দো-বাংলা মিডিয়া এডুকেটর্স নেটওয়ার্ক’ এবং বাংলাদেশের মাল্টিমিডিয়া ডিজিটাল অনলাইন পোর্টাল ‘অপরাজেয় বাংলা’ যৌথভাবে এই আড্ডার আয়োজক। আলাপচারিতায় সঞ্চালকের দায়িত্ব পালন করবেন ‘ইন্দো-বাংলা মিডিয়া এডুকেটর্স নেটওয়ার্ক’র অন্যতম সমন্বয়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী।

বাংলাদেশ সময় রাত নয়টায়, ভারতীয় স্থানীয় সময় রাত সাড়ে আটটায় এবং নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় এই আলাপন শুরু হবে। যা ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করবে ‘অপরাজেয় বাংলা’। অধ্যাপক ড. বেরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাক্তন তথ্যমন্ত্রী, বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগশাস্ত্র অধ্যয়নে বিশেষজ্ঞ ড. বেরার কাজ ও আগ্রহের জায়গা বাংলাদেশ-ভারত সম্পর্ক, তিনি যুক্ত হবেন পশ্চিমবঙ্গের কলকাতা থেকে। ড. শামীম রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং সমকালীন সমাজ বিশ্লেষক এক সময়ের তুখোর বিতার্কিক। তিনি যুক্ত হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে।

বিদায়ী বছরের করোনার অভিঘাতে বদলে যাওয়া সমাজ, সময় ও সাংবাদিকতা নিয়ে আলাপনে দুই বক্তা কথা বলবেন দুই দেশের তথা আন্তর্জাতিক অভিজ্ঞতায়। সাথে থাকবে সমকালীন রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ। মহামারীর বিশ্বে ছন্দহীন গৃহবন্দী জীবনে এই আলোচনা দর্শক আকৃষ্ট করবে এমনটাই প্রত্যাশা সঞ্চালক রাজীব নন্দীর।

‘আমি বরাবরই বাংলাদেশ নিয়ে আড্ডা দিতে ভালোবাসি, বাংলাদেশকে নিজের দেশ হিসেবেই ভাবি। বাংলাদেশের বন্ধুদের সাথে মন খুলে কথা বলতে ভালোবাসি। মহামারীর বছরের শেষে অন্তর্জাল আলাপনে দুই দেশের বন্ধুদের সাথে সংযুক্ত হবো এটা আনন্দের- আলাপন পূর্ব প্রতিক্রিয়ায় অপরাজেয় বাংলাকে বলছিলেন অতিথি অধ্যাপক ড. বেরা। নিউ ইয়র্ক থেকে ড. শামীম রেজা জানান, করোনা আমাদের বদলে দিয়েছে। আমরাও নিজেদের বদলে নিয়েছি। সভ্যতার ইতিহাসে এই বছরটি বিশেষ গুরুত্ব রাখে। যোগাযোগবিদ্যার প্রেক্ষিতে আমরা আমাদের যাপিত সময়কে পেছনে ফিরে দেখার চেষ্টা করবো।