পাবনায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ পিএম, ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন, দিয়ার বাঘইল গ্রামের মোহাম্মদ রাব্বি (৩৫), তার স্ত্রী মুক্তা বেগম (৩০) ও শিশু সন্তান মুস্তাকিম (৮), ঝিনাইদহ শৈলকুপার শিক্ষার্থী রাতুল (২০) ও সিএনজিচালক মোহাম্মদ তোয়াহ (৩৫)।
জানা গেছে, ঈশ্বরদী শহর থেকে দাশুড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন। দুইজন গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।