অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আমিন বাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১১ মার্চ ২০২৫ মঙ্গলবার  

সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ৯টি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ৯টি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার লিমা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯ ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে তা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানাতে পারেননি।

এর আগে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।