ট্রাম্প গ্রিনল্যান্ডকে অসম্মান করছেন: দ্বীপটির প্রধানমন্ত্রী
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ পিএম, ১০ মার্চ ২০২৫ সোমবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের অধিবাসীদের অসম্মান করছেন বলে মন্তব্য করেছেন দ্বীপটির প্রধানমন্ত্রী মুতে এগেদে। খবর রয়টার্স।
সোমবার দ্বীপটির নির্বাচনের প্রাক্কালে ডেনিশ পাবলিক রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বারংবার গ্রিনল্যান্ডকে অধিগ্রহণ করার মন্তব্য সমীচীন নয়। এটি গ্রিনল্যান্ডবাসীর সম্মান খর্ব করার শামিল। ট্রাম্পের এহেন মন্তব্য অপ্রত্যাশিত।
গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় ডেনমার্কের মালিকানাধীন এই দ্বীপটি ফের অধিগ্রহণের ইচ্ছাপোষণ করেন ট্রাম্প। সোমবার এ নিয়ে ট্রুথ সোশ্যালেও একটি পোস্ট করেন ট্রাম্প। তিনি লেখেন, আমরা আপনাদের (গ্রিনল্যান্ডবাসীকে) নিরাপদ রাখবো। আমরা সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করবো এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সাক্ষাৎকারে গ্রিনল্যান্ডের এই প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সম্মান ও শ্রদ্ধা প্রত্যাশা করি। তার কাছ থেকে এমন আচরণ অশোভনীয় ও অভাবনীয়।