অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নেপালের হাতে সাফের সাধারণ সম্পাদক পদ 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:১৩ পিএম, ৪ মার্চ ২০২৫ মঙ্গলবার  

টানা দশ বছর দায়িত্ব পালন করা আনোয়ারুল হক হেলাল সাফের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে সরে গিয়েছেন। তার পদে বসবেন নেপালের ফুটবল সংগঠক। তিনি গতকাল ঢাকায় এসেছেন। আজ সাফের অফিসে সাফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষ করে ফিরে যাবেন। 

নেপালে সভা হবে, সেখান থেকে শ্রীলঙ্কায় সভা হবে। সব কয়টি সভায় কাজী সালাহউদ্দিন যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। কয়েকটি দেশে সভা শেষে আগামী ১ এপ্রিল দায়িত্ব নিতে পুনরায় ঢাকায় আসবেন সাফের নতুন সাধারণ সম্পাদক। তার আগ পর্যন্ত পদত্যাগ করা সাফের বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল দায়িত্ব পালন করবেন।

হেলাল ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক, পরবর্তী সময়ে তিনি সাফের দায়িত্ব পালন করেন। কিন্তু কী কারণে আচমকা পদত্যগ করনে সেটি প্রকাশ করেননি। কাজী সালাহউদ্দিন জানিয়েছেন তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ সম্পর্কে তার জানা নাই। হেলালও কিছু প্রকাশ করছেন না। যে কোনো প্রশ্নে এড়িয়ে যাচ্ছেন। সাফের সভাপতি কাজী সালাহউদ্দিনও মুখ খুলছেন না।