মেলায় হাবিব রহমানের অনুবাদগ্রন্থ ‘সিলেক্টেড সংস অব শাহ আবদুল করিম
সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার

মেলায় প্রকাশিত হয়েছে হাবিব রহমানের অনুবাদগ্রন্থ ‘সিলেক্টেড সংস অব শাহ আবদুল করিম (Selected songs of Shah Abdul Karim)’। বইটি প্রকাশক পাঞ্জেরী। প্রচ্ছদ করেছেন প্রসূন হালদার। বইটির বিক্রয়মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।
শুভেন্দু ইমাম সম্পাদিত আবদুল করিম রচনাবলী থেকে গানগুলো বাছাই করা হয়েছে। সুপরিচিত মোট ৬১টি গান অনুবাদ করা হয়েছে।
বাংলাদেশের বাউল গান ইংরেজি ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই অনুবাদের মূল উদ্দেশ। তাছাড়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের সংগ্রামী জীবন, আধ্যাত্মিকতা, জীবন বোধ, রোমান্টিকতা ইত্যাদি বিষয়কে উপজীব্য করে লেখা গানগুলো ইংরেজি ভাষায় অনুবাদ হওয়ায় বাউল ও সুফি সংগীতপ্রেমীদের জন্য নতুন এক দিগন্ত উন্মোচিত হলো।
বই সম্পর্কে হাবিব রহমান বলেন, আমি শাহ আব্দুল করিমের গানের ভক্ত। তার গান, দর্শন আমাকে অনুপ্রাণিত করে। তাই জনপ্রিয় কিছু গান আমি ইংরেজিতে অনুবাদ করেছি, যাতে সারাবিশ্বের পাঠক তার গান, ভাবনা, দর্শন সম্পর্কে জানতে পারেন। ভবিষ্যতে আরও ১০০টি গান ইংরেজিতে অনুবাদ করার পরিকল্পনা রয়েছে।