অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫ হাজার ৪০০ কর্মীকে ছাঁটাই করছে পেন্টাগন 

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার  

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী বাহিনী কাটছাঁট করার উদ্যোগের অংশ হিসেবে ৫ হাজার ৪০০ কর্মীকে চাকরিচ্যুত করা হবে। খবর বার্তাসংস্থা রয়টার্সের। 

রয়টার্স বলছে, একদিন আগে ট্রাম্পের এমন আগ্রাসী উদ্যোগের জেরে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ ভোটারদের তোপের মুখে পড়েছিল। এরপরেই পেন্টাগন এই ঘোষণা দিয়েছে।  

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিরক্ষা বিভাগ থেকে প্রত্যাশা অনুযায়ী ৫০ হাজার লোকবল কমিয়ে ফেলার অংশ হিসেবে এটি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ ছাঁটাই প্রক্রিয়া এখানেই শেষ হবে না।

পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একজন দারিন সেলনিক। তিনি বলেছেন, পেন্টাগন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখবে। এই সংস্থা শেষপর্যন্ত সাড়ে ৯ লাখ বেসামরিক শ্রমশক্তির ৫ থেকে ৮ শতাংশ কমিয়ে আনবে।  

এদিকে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই শুক্রবার সংস্থাটির ১ হাজার ৫০০ কর্মীকে ওয়াশিংটনের সদর দপ্তর থেকে সরিয়ে দেশের বিভিন্ন জায়গায় বদলি করার ঘোষণা দিয়েছে। এই তথ্য দুইটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

দেশটির সরকারি হিসাবে, এফবিআইয়ের প্রতি চার কর্মীর একজন ওয়াশিংটনে কাজ করছেন।