অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু ১২ ফেব্রুয়ারি

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার  

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্প মেলা। বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় দেশের প্লাস্টিক খাতের যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী দেশি-বিদেশি প্রায় ৩৯০টি প্রতিষ্ঠান অংশ নিয়ে প্রদর্শন করবে তাদের পণ্য ও প্রযুক্তি। চীন, ভারত, যুক্তরাষ্ট্র এবং জাপানসহ অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশি প্রতিষ্ঠানের স্টলও থাকবে সেখানে। এবারের মেলায় প্রায় ৮০০টি স্টলে প্রদর্শিত হবে সর্বাধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনী পণ্য।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ শিল্প মেলা হিসেবে পরিচিত আইপিএফ মেলাটি, বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি এবং বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ২০০৫ সাল থেকে।