আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে: প্রেস সচিব
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, পতিত স্বৈরাচারের দোসর ও সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছেন। তাঁরা লিফলেট বিতরণ করতে চাচ্ছেন। যাঁরা লিফলেট বিতরণ করবেন, তাঁদের জন্য কড়া বার্তা হলো, তাঁদের গ্রেপ্তার করা হবে। লিফলেটে যেসব কথা আছে, সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হুমকিতে ফেলার কথা। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘যারা লিফলেট বিতরণ করেছে, তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা শুনেছিল, ঢাকায় ৭০টি জায়গায় লিফলেট বিতরণ করা হবে। কিন্তু তিনটি জায়গায় তারা তা করতে চেষ্টা করেছিল, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অনলাইনে অনেক কিছু বিতরণ করছে।’
গুজব প্রতিরোধে সরকারের পক্ষ থেকে সাইবার সেল করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ নামে ফেসবুক পেজ চালু করা হয়েছে। এ ছাড়া দেশে স্বাধীন ফ্যাক্টস চেকার আছেন। গুজব নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও গুরুত্ব দিয়ে সঙ্গে আলাপ হয়েছে।
শফিকুল আলম বলেন, ‘যেভাবে ভুয়া তথ্য ছড়ানো হয়, বিশেষ করে ভারতের পত্রিকাগুলো, ওরা আসলে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ওয়ারে নেমেছে। প্রতিদিন তারা মিথ্যা তথ্য দিচ্ছে। আমাদের ধারণা হচ্ছে, পতিত স্বৈরাচারের যাঁরা বিলিয়ন বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছেন, তাঁরা এদের দিয়ে এ কাজগুলো করাচ্ছেন।’
বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। সরকারের অবস্থান, তিনি যেটি জানিয়েছেন, সেটিই আছে। এর বাইরে সরকার নতুন করে কোনো সিদ্ধান্ত নেয়নি।
তখন মানুষের দুর্ভোগের বিষয়ে প্রশ্ন করা হলে আজাদ মজুমদার বলেন, মানুষের দুর্ভোগের বিষয়ে সরকার সচেতন আছে। সরকার চেষ্টা করছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের বোঝাতে যে তাঁরা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করেন।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।