আবারও ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার
বাংলাদেশ আরচারি ফেডারেশন তৃতীয়বারের মতো ঢাকায় এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নশিপ আয়োজনে সরকারের অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে।
প্রতিযোগিতার ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মওলানা ভাসানী স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে, যা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হয়েছে।
বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল জানিয়েছেন, এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের পাশাপাশি চলতি বছর ‘ওয়ার্ল্ড আরচারি এশিয়া কংগ্রেস’ও ঢাকায় অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে এ আয়োজনের অনুমতি প্রদান করা হয়েছে। তিনি বলেন, 'আমরা এর আগে ২০১৭ ও ২০২১ সালে সফলভাবে এই প্রতিযোগিতা আয়োজন করেছিলাম এবং এবারও সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করব।'
এর আগে ২০১৭ সালের চ্যাম্পিয়নশিপ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং ২০২১ সালের প্রতিযোগিতা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।