অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবৃত্তিশিল্পী পোলাকের বাবা আশরাফুল ইসলাম প্রয়াত

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার  

মাদারীপুরের সাবেক ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড (ডিসিএফ) আশরাফুল ইসলাম (বুলু) আর নেই। গত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি জনপ্রিয় আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাকের বাবা।

আশরাফুল ইসলাম সেবাধর্মী জীবন এবং উদার মানসিকতার জন্য সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি ১৯৫৬ সালের ১৬ আগস্ট রফিকুল ইসলাম এবং বেগম জিন্নাত আরার ঘরে জন্মগ্রহণ করে। উত্তরাধিকার হিসেবে আছেন তার স্ত্রী ফরিদপুর পৌর কমিটির সাবেক কমিশনার এবং একজন বিশিষ্ট সমাজকর্মী বিলকিস ইসলাম, কন্যা কিসওয়াত ইসলাম এবং পুত্র পোলাক।

পোলাক বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তিনি ছিলেন আমাদের আশ্রয়। তার ভালোবাসা, শিল্প-সাহিত্য-সঙ্গীতের প্রতি জ্ঞান -অনুরাগ এবং তার প্রজ্ঞা আমাকে গড়ে তুলেছে আজকের আমি হিসেবে। তার শূন্যতা শব্দে প্রকাশ করা অসম্ভব। এই গভীর শোকের মুহূর্তে আমি আপনাদের দোয়া ও প্রার্থনা চাই, যেন আল্লাহ তার আত্মাকে শান্তি দেন।’

১৩ জানুয়ারি মাগরিবের নামাজের পর জানাজা শেষে আলিপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। ১৭ জানুয়ারি তার কুলখানি ফরিদপুরে তার নিজস্ব বাসভবন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালের জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত হয়ে তার জন্য দোয়া করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।