অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একদিন যুক্তরাষ্ট্রে খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার   আপডেট: ০৪:২৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বলেছেন, কোনো একদিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে চান তিনি। তবে সেটা অদূর ভবিষ্যতে নয়।

এর আগে ক্যারিয়ারের গোধূলি লগ্নে এ লিগ খেলেন কিংবদন্তি পেলে, ডেভিড বেকহাম, আন্দ্রে পিরলো, ডেভিড ভিয়া, জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকারা। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সটাকে দেয়া সাক্ষাৎকারে তাদের তালিকায় নাম লেখানোর মনের সুপ্ত বাসনা মেলে ধরেন মেসি।
 
চলতি মৌসুম শুরুর আগে বার্সা  ছাড়ার ইচ্ছা পোষণ করেন তিনি। একে কেন্দ্র করে ক্লাবে অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়। অবশেষে বহু নাটকীয়তার পর ২০২০-২১ মৌসুমে সেখানে থাকতে রাজি হন ছোট ম্যাজিসিয়ান।

চলমান সিজন শেষ হতে আরও ৬ মাস বাকি। আগামী জুনে কাতালানদের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন মৌসুমে তাদের সঙ্গে থাকবেন সেই নিশ্চয়তা দেননি তিনি। 

তবে বার্সা ছাড়লে রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। প্রিয় ক্লাব ত্যাগ করলে চমৎকারভাবে সেই প্রক্রিয়া শেষ করার প্রত্যাশা করেছেন মেসি। আপাতত চলতি মৌসুমে নিজেদের ঘরে শিরোপা তোলায় মনযোগী হতে চান তিনি।

বড়দিন উপলক্ষে চারদিনের ছুটি শেষে রবিবার অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার খেলোয়াড়রা। তবে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ছিলেন না মেসি। আরও ছুটি নিয়েছেন তিনি। ফলে আগামী ২৯ ডিসেম্বর এইবারের বিরুদ্ধে ম্যাচে দেখা যাবে না ৩৩ বছর বয়সী মহাতারকাকে।