অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এমবাপ্পে-নেইমারের ‘দ্বন্দ্বের কারণ’ ছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার  

ফরাসি ক্লাব পিএসজিতে থাকাকালীন নেইমার ও কিলিয়ান এমবাপ্পের দ্বন্দ্ব নিয়ে প্রায়ই শিরোনাম হতো। লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পরই দ্বন্দ্বের শুরু হয় বলে জানিয়েছেন নেইমার। মূলত নেইমারের সঙ্গে মেসির ভালো সম্পর্কের কারণে এমবাপে 'ঈর্ষান্বিত’ হয়ে পড়েছিলেন এমবাপ্পে!

 ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর একটি পডকাস্টে পিএসজিতে থাকাকালীন অনেক বিষয় নিয়ে কথা বলেন নেইমার। এমবাপ্পের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে এই ব্রাজিলিয়ান বলেন, ‘তার সঙ্গে আমার কিছু সমস্যা হয়েছিল, আমরা একটু ঝগড়াও করেছি। তবে সেটা শুরুতে। যখন সে যোগ দেয়, তখন সে অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি সবসময় তাকে বলতাম, তার সঙ্গে মজা করতাম যে, সে একদিন সেরাদের একজন হবে। আমি সবসময় তাকে সাহায্য করতাম, তার সঙ্গে কথা বলতাম।’

নেইমার আরও বলেন, ‘সে আমার বাড়িতে আসত, আমরা একসঙ্গে ডিনারও করতাম। আমরা কয়েক বছর ভালো সময় কাটিয়েছি, কিন্তু এরপর, মেসি আসার পর, আমি মনে করি সে একটু ঈর্ষান্বিত হয়ে পড়েছিল সে আমাকে কারও সঙ্গে ভাগাভাগি করতে চাইত না, এবং এরপর থেকেই ঝগড়া শুরু হয়, তার আচরণে পরিবর্তন আসে।’

তিন সুপারস্টারের পিএসজিতে সফল না হওয়ার কারণ প্রসঙ্গে নেইমার বলেন, ‘তোমাকে বুঝতে হবে, তুমি একা খেলতে পারবে না। তোমাকে অন্যদেরও পাশে রাখতে হবে: ‘আমি সেরা, ঠিক আছে’, কিন্তু কে তোমাকে বল দেবে? তোমার পাশে ভালো খেলোয়াড় থাকতে হবে, যারা বল দিতে পারবে। এটা সবার ইগোর বিষয় ছিল...তাই এটা সফল হতে পারেনি। আজকের দিনে, কেউ যদি না দৌড়ায়, কেউ যদি একে অপরকে সাহায্য না করে, তাহলে জয় অসম্ভব।’