তিব্বতে চলছে উদ্ধার তৎপরতা
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার আপডেট: ১১:১৯ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার
তিব্বতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় জোরালো উদ্ধার অভিযান চলছে। ১৪ হাজারের বেশি উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে আটকেপড়াদের বের করে আনতে কাজ করছেন। এরইমধ্যে ৪০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
চীনের এ দুর্গম অঞ্চলটিতে গত মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে অন্তত ১২৬ জন নিহত হন। সেই সঙ্গে কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়, উদ্ধার অভিযান দেখতে বুধবার তিব্বত পরিদর্শন করেন দেশটির ভাইস-প্রিমিয়ার ঝেং গোকিং। প্রচণ্ড ঠান্ডার কারণে সেখানে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। রাতে তাপমাত্রা হিমাঙ্কের ১৬ ডিগ্রি সেলসিয়াস নিচে চলে যায়। তিব্বত অঞ্চলটি ভৌগোলিক কারণে ভূমিকম্পপ্রবণ।