অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:৫১ পিএম, ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার  

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা ভিলায় যান তিনি। সাক্ষাৎ শেষে সেনাপ্রধান রাত ৯টার পরপরই সেখান থেকে বেরিয়ে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। 

শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন সেনাপ্রধান। এ সময় তাঁর সঙ্গে তাঁর সহধর্মিণী ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট ফিরোজায় ছিলেন। সেনাপ্রধান বাসভবনে পৌঁছালে মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাঁকে স্বাগত জানান।’

ফজলে এলাহি আকবরকে উদ্ধৃত করে শায়রুল কবির জানান, সেনাপ্রধান বলেছেন, বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সেজন্য তিনি দোয়া করেছেন। 

এদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সপ্তাহে যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ অনেকে ফিরোজায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।