নিজেদের সেনাবাহিনীর বিমান হামলায় নাইজেরিয়ায় ১০ বেসামরিক নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার
নাইজেরীয় সেনাবাহিনীর ‘দুর্ঘটনাজনিত’ বিমান হামলায় উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোটো রাজ্যে ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ছয় জন আহত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি জানিয়েছে, সেনাবাহিনী লাকুরাওয়া জিহাদীদের লক্ষ্য করে বৃহস্পতিবার সকালে সোকোটো রাজ্যের সিলাম জেলার অন্তর্ভুক্ত এক জঙ্গলে বিমান হামলা চালায়। কিন্তু দুর্ভাগজনকভাবে জঙ্গলের পাশে অবস্থিত দুটো গ্রামের ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এমনকি তাদের বাড়িঘর ধ্বংস হয় এবং গৃহপালিত প্রাণীও মারা যায়।
সোকোটো রাজ্যের গভর্নর আহমদ আলীউ এটিকে নাইজেরিয়ার সেনাবাহিনীর 'মিস ফায়ার' হিসাবে দাবি করেছেন।
অবশ্য সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আবুবকর আব্দুল্লাহি জোর দিয়ে বলেছেন, ওই গ্রাম দুটো ছিল জিহাদিদের।
২০২৩ সালের ডিসেম্বরে নাইজেরিয়ার সেনাবাহিনী ভুল করে উত্তর-পশ্চিমের কাদুনা রাজ্যে মুসলমানদের এক ধর্মীয় অনুষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালায়। যে হামলায় ৮৫ জন মারা যায়। যাদের বেশিরভাগ ছিল নারী ও শিশু।