অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টোল প্লাজায় বাসের ধাক্কায় ৬ জন ঘটনায় চালকসহ গ্রেফতার ২

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার  

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৬ জন নিহতের ঘটনায় বাসচালক নুরুন্নবীসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ও হাইওয়ে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি আ. ক. ম আক্তারুজ্জামান বসু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসে দুই জন স্টাফ ছিল। আমরা জানতে পেরেছি নুরুন্নবী বাস চালাচ্ছিল। হাইওয়ে পুলিশ ও র‍্যাবের অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের এখন পরিচয় ভেরিফিকেশন করা হচ্ছে। এরপর বিস্তারিত জানানো হবে।

এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে দেয় বেপারী পরিবহনের একটি বাস। এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ মোট ছয়জনের প্রাণহানি হয়। আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তার বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৭)।

এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রাইভেটকারের মালিক নুর আলম (৪২), তার বোন ফাহমিদা আক্তার (১৭), প্রাইভেট কারের চালক হাবিবুর রহমান (৩৮) ও মোটরসাইকেলের চালক সুমন মিয়া (৪২)।