চীনের বিখ্যাত গেম ডেভেলপারকে বিষ প্রয়োগে হত্যা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার আপডেট: ১২:৪৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার
বড়দিনে (২৫ ডিসেম্বর) হাসপাতালে মারা যান চীনের বিখ্যাত গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়োজুর প্রতিষ্ঠাতা লিন কি। রবিবার (২৭ ডিসেম্বর) সাংহাই পুলিশের বিবৃতে জানানো হয়, বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে তাকে।
৩৯ বছর বয়সি লিন ছিলেন ইয়োজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানটি গেম অব থ্রোন: উইনটার ইজ কামিং গেমের জন্য বেশি বিখ্যাত।
ইয়োজুর বিবৃতিতে জানানো হয়, কিছুটা খারাপ অনুভব করায় হাসপাতালে ভর্তি হন লিন। তখনও তার শারীরিক পরিস্থিতি বেশি খারাপ ছিল না। কিন্তু শুক্রবার (২৫ ডিসেম্বর) হঠাৎ করে শারীরিক অবস্থার চরম অবনতি হয় এবং তিনি মারা যান।
এ ঘটনায় তার সহকর্মী জু কে গ্রেফতার করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। জু তাকে চায়ে বিষ মিশিয়ে হত্যা করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়।
লিন কি এর সম্পদের পরিমান ছিল ১.৬ বিলিয়ন ডলার।