চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ৮ ডিসেম্বর ২০২৪ রোববার
নিরাপত্তা ব্যবস্থার কারণে আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যায়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
রোববার (৬ ডিসেম্বর) আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, "স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ডিসেম্বরের ১৬, ২৫, ৩১ এবং জানুয়ারি ১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
প্রক্টর আরও জানান, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার জন্য এবং পরিবেশ সুন্দর রাখার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যার জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
এছাড়া, তিনি উল্লেখ করেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ক্রিসমাস, ৩১ ডিসেম্বর ইংরেজি বছরের শেষ দিন এবং ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিন, এই সব বিষয় মাথায় রেখেই এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।