অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সংবাদ সম্মেলনে প্রেস সচিব

পাঠ্যবইয়ে লুটপাটের চিত্র আসা উচিত মনে করেন প্রধান উপদেষ্টা

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার  

বাংলাদেশের আর্থিক খাতের লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত এবং শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, উন্নয়নের বয়ানের পোস্ট মর্টেম করা হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র। যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। চোখের সামনে বিশাল লুটপাট হয়েছে। অধ্যাপক ইউনূস সব শুনে বলেছেন, ‘আমরা আতঙ্কিত। এই লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত।’
 
তিনি আরও বলেন, ‘এই মহাচুরির বিচার অবশ্যই হবে। পাশাপাশি পাচার হওয়া টাকা ফেরানোর বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সর্বোচ্চভাবে টাকা ফেরানোর চেষ্টা চালিয়ে যাবো।’