প্রেসিডেন্টকে হত্যার হুমকি: ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে সমন
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৬ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের বিরুদ্ধে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সমন জারি করেছে দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই)।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এই সমন জারি করা হয়, যাতে তাকে আগামী ২৯ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য এনবিআইয়ের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। খবর রয়টার্স।
সমনের কপিতে বলা হয়েছে, সারা দুতার্তেকে ভয়ঙ্কর হুমকি এবং সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি এক আততায়ীর সঙ্গে কথোপকথন করেছেন এবং অনলাইনে প্রেস কনফারেন্সে দাবি করেছেন যে, যদি তাকে হত্যা করা হয়, তাহলে প্রেসিডেন্ট মার্কোসসহ তার স্ত্রী এবং কাজিনদের নিরাপত্তা থাকবে না।
সোমবার সারা দুতার্তে জানান, তিনি সমন পেলে অবশ্যই তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করবেন। তবে সমন পাঠানোর সময় তিনি অফিসে ছিলেন না এবং সেটি এখনও পড়েননি।
প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে, যিনি ২০ বছর ক্ষমতায় ছিলেন এবং ১৯৮৬ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হন। অন্যদিকে, সারা দুতার্তে সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে, যিনি ২০২২ সালে প্রেসিডেন্ট মার্কোসের সঙ্গে যৌথভাবে নির্বাচনে বিজয়ী হন।
তবে এই দুই রাজনৈতিক পরিবারের মধ্যে সম্পর্ক দিন দিন শীতল হয়ে ওঠে। এ বছর পররাষ্ট্রনীতি এবং রদ্রিগো দুতার্তের বিতর্কিত মাদকবিরোধী অভিযান নিয়ে মতবিরোধের ফলে তাদের জোট ভেঙে যায়। এর পরিপ্রেক্ষিতে সারা দুতার্তে ক্যাবিনেট থেকে পদত্যাগ করেন এবং পার্লামেন্টে মার্কোসের সমর্থকেরা তার মাদকবিরোধী অভিযান ও শিক্ষামন্ত্রী থাকাকালে সরকারি তহবিল ব্যবহারের বিরুদ্ধে তদন্ত শুরু করে।
স্পিকার মার্টিন রোমুয়ালদেজ ভাইস প্রেসিডেন্ট কার্যালয়ের বাজেট প্রায় দুই-তৃতীয়াংশ কমিয়ে দিয়েছেন। এর মধ্যেই সারা দুতার্তের চিফ অব স্টাফ জুলেখা লোপেজকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, এসব ঘটনার প্রতিক্রিয়ায় সারা প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন বক্তব্য দিয়েছেন।
সারা দুতার্তে ও প্রেসিডেন্ট মার্কোস একসময় রাজনৈতিক মিত্র হলেও এখন তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট। এই পরিস্থিতি দেশটির দুই সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পরিবারের মধ্যে দ্বন্দ্ব আরও ঘনীভূত করছে।