অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউক্রেনকে স্থলমাইন সরবরাহে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা গুতেরেসের

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৫ নভেম্বর ২০২৪ সোমবার  

ইউক্রেনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘এন্টি পার্সনাল’ স্থলমানই সরবরাহ করার ‘নতুন হুমকির’ নিন্দা করেছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। সোমবার (২৫ নভেম্বর) তিনি এ নিন্দা করেন। এন্টি পার্সনাল মাইন নিষিদ্ধ চুক্তির অগ্রগতি পর্যালোচনা করতে কম্বোডিয়ায় একটি সম্মেলনে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে ল্যান্ডমাইন অপসারণ ও ধ্বংসের প্রশংসা করেছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘হুমকি রয়েই গেছে। এর মধ্যে রয়েছে- সমঝোতায় উপনীত হওয়া কিছু পক্ষের নতুন করে এন্টি পার্সনাল মাইনগুলোর ব্যবহার, সেই সঙ্গে কিছু পক্ষের এই অস্ত্রগুলো ধ্বংস করার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে পড়া।’

তিনি সমঝোতায় সই করা ১৬৪টি রাষ্ট্রের প্রতি ‘তাদের বাধ্যবাধকতা পূরণ ও সমঝোতার প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করার’ আহ্বান জানিয়েছেন। এই সমঝোতায় সম্মত হওয়া দেশগুলোর মধ্যে ইউক্রেনও রয়েছে। তবে রাশিয়া বা যুক্তরাষ্ট্র এ সমঝোতায় সম্মত হয়নি।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আরমিদা সালসিয়াহ আলিসজাহবানা গুতেরেসের পক্ষ থেকে তার এ বক্তব্যটি প্রদান করেন।

গত সপ্তাহে ওয়াশিংটনের ঘোষণা দেয়, তারা কিয়েভে ল্যান্ডমাইন পাঠাবে। এরপরই অবিলম্বে মানবাধিকার কর্মীরা এর তীব্র নিন্দা জানায়।