অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আন্দোলন স্থগিত করলো তিতুমীর কলেজের শিক্ষার্থীরা 

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার  

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না সে বিষয়ে পর্যবেক্ষণ করতে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সে কারণে আপাতত আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।

জানতে চাইলে তিতুমীর ঐক্যের সদস্য মতিউর রহমান জয় বলেন, সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের সঙ্গে তিতুমীর কলেজের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

পৌনে এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না তা যাচাইবাছাই করতে সাত কর্মদিবসের মধ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি গঠনের পর এর সময়সীমা নির্ধারণ করবে। সে কারণে আমরা আপাতত আন্দোলন স্থগিত করার ঘোষণা দিচ্ছি।

উল্লেখ্য, রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধি দল সরকারের আহ্বানে শিক্ষা মন্ত্রণালয়ে যান।

১৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেল ৩টায় কলেজ ক্যাম্পাস থেকে রওনা হন।

এই আন্দোলনের অন্যতম সংগঠক ও তিতুমীর কলেজ শিক্ষার্থী জাভেদ ইকবাল বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্লোজডাউন কর্মসূচি চলছে। পরে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে। সে ডাকে সাড়া দিয়ে আমাদের ১৪ জন শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন।

১৪ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন— মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, মো. তোয়াহা ও কাউসার।

এই শিক্ষার্থী আরও জানান, সরকারের পক্ষ থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। সোমবার (১৮ নভেম্বর) রাতে শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষার্থীরা বলেন, আমরা রাষ্ট্রপক্ষের সঙ্গে আলোচনায় যাচ্ছি। যদি সেখানে পজিটিভ রেজাল্ট না আসে, আমাদের যদি মুলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা এর চেয়ে বৃহৎ কিছু করব।