ফোডেনকে দলে চায় রিয়াল!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রোববার আপডেট: ০১:১০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রোববার
ম্যানচেস্টার সিটির মাঝমাঠের উঠতি তারকা ফিল ফোডেনকে দলে ভেড়াতে প্রস্তুতি নিচ্ছে স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
দ্য মিরর এর প্রতিবেদনে জানানো হয়, জিনেদিন জিদানের দল অনেকদিন ধরেই নজর রাখছে এই ২০ বছর বয়সি মিডফিল্ডারের উপর। সামনের মৌসুমে লুকা মডরিচ দল ছেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তার পরিবর্তে তাই ফোডেনকে দলে নিতে চাইছে রিয়াল মাদ্রিদ।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটি ছেড়ে যান দলের অন্যতম ভরসা ডেভিড সিলভা। তারপরই দলে সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স দেখান ইংল্যান্ডকে ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতানো এই তারকা।
তবে এখনও একাদশে নিয়মিত হতে পারেনি ফোডেন। প্রায় সময় মাঠে নামছেন বদলি হিসেবে। আর এটাকেই নাকি সুযোগ হিসেবে দেখছে রিয়াল মাদ্রিদ।
ফোডেনকে দলে ভেড়ানো অবশ্য সহজ হবে না। প্রথমত, তাকে দলের ভবিষ্যত পরিকল্পনায় রেখেছেন পেপ গার্দিওলা। দ্বিতীয়ত, ছোট থেকেই ম্যানচেস্টার সিটির সাথে আত্মার সম্পর্ক ফোডেনের। মাত্র চার বছর বয়সেই ক্লাবের একাডেমিতে যোগ দেন। সিটির বয়সভিত্তিক সব দলে খেলে ২০১৮ সালে যোগ দেন ক্লাবের মূল দলে। ফোডেনের কলেজ ফি’ও দেয়া হয়েছিল ক্লাবের পক্ষ থেকে।