রাস্তায় দোকানপাট বসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ৬ নভেম্বর ২০২৪ বুধবার
ঢাকার রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টায় ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিশেষ সভা শেষে তিনি এই ঘোষণা দেন।
ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আরও উন্নতির জন্য নানা পদক্ষেপ নেওয়া হবে।’’
এ সময়, রাস্তায় দোকানপাট বসানোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘রাস্তায় কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না। তবে ফুটপাতে দোকান বসানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’
চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘চাঁদাবাজি কিছুটা বেড়েছে, কিন্তু কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।’’ মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার যে মডেল তৈরি করা হয়েছে, সেটি ঢাকার অন্যান্য এলাকায়ও কার্যকর করা হবে বলে জানান তিনি।