লুৎফর হাসানের সাত গানের প্রকল্পে সংগীতায়োজক মার্সেল
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১ নভেম্বর ২০২৪ শুক্রবার
সাত গানের নতুন একটি প্রকল্প হাতে নিয়েছেন কণ্ঠশিল্পী ও সুরকার লুৎফর হাসান। সেই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন সময়ের আলোচিত সংগীতায়োজক শাহরিয়ার মার্সেল। এরই মধ্যে তারা বেশ কিছু গানের সুর ও সংগীতায়োজনের কাজ শেষ করেছেন। ‘বুড়িগঙ্গার হাওয়া’, ‘ঘরছাড়া’, ‘হইবা নাকো’, ‘কার ঘরেতে খিল’সহ প্রতিটি গানের কথা লিখেছেন শিল্পী লুৎফর নিজে।
একই সঙ্গে মার্সেলের সঙ্গে যৌথভাবে সুর করেছেন তিনি। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার মার্সেল। লুৎফর হাসানের কথায়, অ্যালবামের বাইরে একসঙ্গে এতগুলো গান আগে সেভাবে করা হয়ে ওঠেনি। তারচেয়ে বড় বিষয় হলো, এ প্রকল্পের প্রতিটি গানের ভিন্নতার ছাপ তুলে চেষ্টা করা হচ্ছে। মেলো-রোমান্টিক থেকে শুরু করে লোক সুরের আদলেও এ গানগুলো রেকর্ড করা হচ্ছে। এক কথায়, সময়ের চাহিদা পূরণ এবং নতুনত্ব তুলে ধরার প্রয়াসেই এ আয়োজন।
লুৎফর আরও জানান, মার্সেল প্রতিভাবান ও পরীক্ষিত একজন সংগীত পরিচালক। নিজস্বয়তা ধরে প্রতিটি গানে নতুনত্ব যোগ করে চলেছেন, যা শ্রোতার প্রশংসাও কোড়াচ্ছে। সে কারণেই সাত গানের এ প্রকল্পের সঙ্গে তাঁকে যুক্ত করা। নভেম্বর মাসের প্রথম ভাগ থেকে আমাদের গানগুলো একে একে প্রকাশ করা শুরু হবে। আশা করছি, গানগুলো শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে। লুৎফর হাসানের পাশাপাশি গানগুলো নিয়ে আশার কথা শুনিয়েছেন মার্সেল নিজেও।
এদিকে লুৎফরের গানের প্রকল্পের পাশাপাশি শাহরিয়ার মার্সেল নতুন আরও বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সে তালিকায় আছে ওয়েব সিনেমা, নাটক ও একক গানের কাজ।