গণহত্যায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার
গণহত্যায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি (বন্দিবিনিময়) আছে। এই প্রক্রিয়াও (ফিরিয়ে আনার) চলছে।
বুধবার (৩০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপ-প্রেস সচিব।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের দিন ভারতে পালিয়ে যান শেখ হাাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন। ছাত্র-জনতা হত্যায় দেশের বিভিন্ন স্থানে তার নামে শতাধিক মামলা হয়েছে।