সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ চার দিনের রিমান্ডে
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার
সাবেক কৃষিমন্ত্রী এবং মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেনকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ড. আবদুস শহীদকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল হালিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, ড. আবদুস শহীদের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ গত মঙ্গলবার (২৯ অক্টোবর) আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে বিজয়ী হয়ে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ড. আবদুস শহীদ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টানা ছয়বার ওই আসন থেকে নির্বাচিত হন।
উল্লেখ্য, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া ৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়েছে।