ঘরে বসেই রিটার্ন দাখিল ও কর দেয়া নিশ্চিত করতে চায় এনবিআর
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
সব আয়কর রিটার্ন অনলাইনে নেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান খান। বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁয়ের রাজস্ব ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
ইলেকট্রনিক ট্যাক্স রিটার্ন আইনে কিছু কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে রিটার্ন নেয়া হবে। সরকারি চাকরিজীবী, মাল্টি ন্যাশনাল কোম্পানি, ব্যংক এবং বড় করদাতাকে অনলাইনে রিটার্ন দিতে উদ্বুদ্ধ করছি এবং তাদের জন্য এটি বাধ্যতামূলক করেছি।
এনবিআর চেয়ারম্যান জানান, গত বছর যারা পেপার রিটার্ন দিয়েছেন, এবার তারা অনলাইনে অবশ্যই দিতে পারেন।
তিনি বলেন, একটা সময় আসবে সবার কর অনলাইনে নেয়া হবে। ফুল অটোমেশনের জন্য মাস্টার প্ল্যান করার কথা জানান জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান।