অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স সঠিকভাবে কাজ করছে না’

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার  

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স চট্টগ্রামে সঠিকভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলার দপ্তরসমূহের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা এখনও অসহযোগিতা করছেন উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রশাসনের কেউ অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা কাজ করবে না, তাদের আমাদের দরকার নেই। নিয়মনীতি মেনে সব কাজ হবে না। নিয়মনীতি মেনে অভ্যুত্থান হয়নি। যদি সিস্টেম ভাঙার প্রয়োজন হয়, সিস্টেম ভাঙব, প্রয়োজনে নতুন নিয়োগ হবে।

সভায় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান, জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।