অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউরিয়া উৎপাদনে ফিরল রাষ্ট্রায়ত্ত সিইউএফএল

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার  

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে গত ৭ ফেব্রুয়ারি থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ ছিল।

রোববার (১৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিইউএফএল-এ ইউরিয়া উৎপাদন শুরু হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় সার উৎপাদন ব্যাহত হয়েছে। এখন চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়ায় আবার উৎপাদন শুরু হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড আট মাস পুরোপুরি বন্ধ থাকায় উৎপাদনে ফিরতে সময় লাগছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গত ৩ অক্টোবর সিইউএফএলএ গ্যাস সরবরাহ শুরু করে। গ্যাস পাওয়ার পর সার উৎপাদনে যেতে সময় লাগে ১২ দিন। এখন দৈনিক ৮০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হচ্ছে। ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হচ্ছে।

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড বর্তমানে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।