অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিদায়ী ম্যাচে সংবর্ধনা পেলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার  

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০৭ সালে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। পর অবশেষে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন এই টাইগার অলরাউন্ডার। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শেষবারের মতো মাঠে নামছেন তিনি। হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মাহমুদউল্লাহকে বিদায় দিতে ছিল বিশেষ আয়োজন।

ম্যাচ শুরুর আগে দলের পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হয়েছে মাহমুদউল্লাহর হাতে। বিশেষ ক্রেস্টটি তার হাতে তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে এই সিরিজই তার জন্য শেষ।

দেশের হয়ে নিজের ১৪১তম ম্যাচ খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে করেছেন ২ হাজার ৪৩৬ রান। বল হাতে পেয়েছেন ৪০ উইকেট। নিজের শেষটা কেমন রাঙাতে পারেন হায়দারাবাদের মাঠে, এখন সেটারই অপেক্ষা।