জনপ্রিয় নাট্যাভিনেতা আবদুল কাদের আর নেই
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০:১২ এএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার আপডেট: ০১:৩৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
অভিনেতা আবদুল কাদের
জনপ্রিয় নাট্যাভিনেতা আবদুল কাদের আর নেই। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সকাল ৮টা ২০ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম খবরটি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আবদুল কাদের ক্যান্সারে ভুগছিলেন। পরে তিনি করোনায়ও আক্রান্ত হন।
আরও পড়ুন- **সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে আবদুল কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন
বাদ জোহর মিরপুর ডিওএইচে সেন্ট্রাল মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নেয়া হবে আবদুল কাদেরকে। সেখানে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে ৩য় জানাজা শেষে সন্ধ্যায় দাফন করা হবে জনপ্রিয় এই অভিনেতাকে।
পরিবার ও চিকিতসা সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিলো আবদুল কাদেরকে। সেখানে ১৫ ডিসেম্বর জানা যায়, এক সময়ের তুমুল জনপ্রিয় এই টেলিভিশন তারকা অভিনেতার শরীরে বাসা বেঁধেছে মরণঘাতি ক্যান্সার। চিকিৎসকরা তখনই জানিয়েছিলেন ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং তার অবস্থা সংকটাপন্ন।
এরপর গত ২০ ডিসেম্বর আবদুল কাদেরকে ঢাকায় আনা হয়। এবং ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২১ ডিসেম্বর তার শরীরে শনাক্ত হয় করোনা ভাইরাস। এর পাঁচ দিন পর সকল প্রিয়জন, ভক্ত, অনুরাগীকে শোকে ভাসিয়ে চলে গেলেন 'বদিভাই' খ্যাত এই অভিনেতা।
প্রয়াত বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ৯০ এর দশকে বিটিভিতে প্রচারিত 'কোথাও কেউ নেই’ এ 'বদি' চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন আবদুল কাদের।