অবশেষে বিক্রি হলো জ্যাকসনের বিতর্কিত বিলাসবহুল সেই রিসোর্ট
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার আপডেট: ০৬:০২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার
অবশেষে বিক্রি হলো প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বিতর্কিত বিলাসবহুল রিসোর্ট ‘নেভারল্যান্ড র্যাঞ্চ’। একে স্বপ্নপুরীও বলতেন তিনি।২ কোটি ২০ লাখ মার্কিন ডলারে সেটি কিনে নিয়েছেন তারই সাবেক বন্ধু রন বার্কল।
২০১৫ সালে রিসোর্টটির মূল্য নির্ধারিত হয় ১০ কোটি ডলার। তবে পরের বছরগুলোতে সেই দাম ওঠেনি। এমনকি সেটার ধারেকাছেও যাননি কেউ। ফল গেল বছর (২০১৯ সাল) সর্বনিম্ন মূল্য ধার্য করা হয় ৩ কোটি ১০ লাখ ডলার। শেষ পর্যন্ত ২ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হলো।
ক্যালিফোর্নিয়ায় ২,৭০০ একর জমির ওপর রিসোর্টটি গড়ে তুলেছিলেন যুক্তরাষ্ট্রের এক ধনাঢ্য ব্যক্তি। ১৯৮৭ সালে তার কাছ থেকে ১ কোটি ৯৫ লাখ ডলারে সেটি কিনে নেন জ্যাকসন। সেই সঙ্গে নামকরণ করেন ‘নেভারল্যান্ড র্যাঞ্চ’। ওই সময় খ্যাতির শিখরে ছিলেন তিনি।
পরে রিসোর্টের ভেতর বিনোদন চত্বর গড়ে তোলেন জ্যাকসন। একটি চিড়িয়াখানাও তৈরি করেন তিনি। সেখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ছিল।
এ নেভারল্যান্ডই ১৯৯০-২০০০ সাল পর্যন্ত বিতর্কের কেন্দ্র হয়ে ওঠে। জ্যাকসনের বিরুদ্ধে সেখানে শিশুদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে। তবে বরাবর তা অস্বীকার করেন তিনি।
২০০৫ সালে সাবেক পপ স্টারের বিরুদ্ধে এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। তার বিচারও চলে। পরে বেকসুর খালাস পান তিনি।
এরপর আর র্যাঞ্চে ফেরেননি জ্যাকসন। ২০০৯ সালে লস অ্যাঞ্জেলসের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর ১০ বছরের বেশি সময় পর বিক্রি হলো বিতর্কিত ‘নেভারল্যান্ড র্যাঞ্চ’। এর মধ্যে তা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে।