সেজেসনির সঙ্গে এক বছরের চুক্তি করল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার
টের স্টেগেনের ইনজুরির পর ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছিল বার্সেলোনার পরবর্তী গোলরক্ষক কে হবেন সেই বিষয় নিয়ে। সাবেক বার্সা গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো থেকে শুরু করে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা গোলরক্ষক কেইলর নাভাসও বার্সার গোলবারে দায়িত্ব সামলানোর ইচ্ছে প্রকাশ করেছে। কিন্তু বয়স বেশি হওয়ায় এই দুই জনের কারোর ওপর আস্থা রাখেনি হ্যান্সি ফ্লিকের দল।
তবে তালিকায় সবার শেষে এসেছে পোল্যান্ডের তারকা গোলরক্ষক ওজসিন সেজেসনির নাম। গেল মৌসুমে ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি। সবশেষ খেলেছিলেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে। এছাড়াও ২০২২ কাতার বিশ্বকাপে পোল্যান্ডের গোলবারের দায়িত্ব সামলিয়েছেন সেজেসনি। ৩৪ বছর বয়সী এই গোলরক্ষকের ওপরে আস্থা রাখছে বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্যমতে সেজেসনির সঙ্গে ফ্রি ট্রান্সফারে এক বছরের চুক্তি করেছে কাতালানরা।
তবে জুভেন্টাসকে ২ মিলিয়ল ইউরো দিতে হবে বার্সাকে। কারণ জুভেন্টাসের সঙ্গে চুক্তি থাকা অবস্থায় ফুটবল বিদায় জানিয়েছেন সেজেসনি। মেডিক্যাল টেস্ট দিতে গতকাল স্পেনে পা রাখেন এই পোলিশ গোলরক্ষক। চ্যাম্পিয়নস লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার সুজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। সেই ম্যাচের মধ্যে দিয়ে বার্সার জার্সি গায়ে দেখা যেতে পারে এই পোলিশ গোলরক্ষককে।
বার্সা যোগ দেওয়ার বিষয়ে সেজেসনি বলেন, 'আমি বার্সার ইতিহাসকে অনেক সম্মান করি। এটি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। মার্ক-আন্দ্রে টের স্টেগেনের ইনজুরির পরে তাদের জন্য যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তা আমি বুঝতে পারি। আমি মনে করি ক্লাবে এমন প্রস্তাব বিবেচনা না করা আমার জন্য অসম্মানজনক হবে।'