আশুলিয়ায় আজও ৫৫ কারখানায় উৎপাদন বন্ধ
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
কয়েক দিনের শ্রমিক বিক্ষোভ শেষে স্বস্তি ফিরেছিল আশুলিয়া শিল্পাঞ্চলে। শ্রমিকরা কাজে ফেরায় পূর্ণগতিতে শুরু হয় উৎপাদন। কিন্তু বকেয়া বেতন ও বিভিন্ন দাবিতে ফের অশান্ত হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। গতকাল সোমবার বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি তৈরি পোশাক কারাখানার শ্রমিকরা। বিক্ষোভ হয়েছে গাজীপুরেও।
নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ায় আজ আশুলিয়ায় অন্তত ৫৫টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। যার মধ্যে ৪৬টি কারখানা নিরাপত্তার স্বার্থে এবং ৯টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রম আইনের ১৩ এর ১ ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। ফলে আজ মঙ্গলবার সব মিলিয়ে ৫৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম। তিনি জানান, এই ৫৫টি বাদে শিল্পাঞ্চলের বাকি সব কারখানায় শ্রমিকরা মঙ্গলবার সকাল ৮টা থেকে কর্মস্থলে যোগ দিয়ে কাজ করছেন। আজ এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো সংঘর্ষ, সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
নিরাপত্তায় আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, 'পরিস্থিতি উন্নতি হওয়ায় কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরা কাজ করতে আগ্রহী। কারখানা বন্ধ না রেখে চালু রাখলেই সমস্যা সমাধান হবে।'