সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের অনুমতি মিলেছে, জেলেরা খুশি
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার আপডেট: ০৮:০৯ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
সুন্দরবনের নদী-খালে মাছ শিকারসহ বনজ সম্পদ আহরণে সব ধরনের পাস-পারমিট দুই মাস বন্ধ থাকার পর এবার মাছ ও কাঁকড়া আহরণের অনুমতি দিয়েছে বন বিভাগ।
দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে সুন্দরবনে পাস-পারমিট বন্ধ থাকায় মাছ-কাঁকড়া আহরণ করতে পারছিলেন না জেলেরা। অনুমতি পাওয়ায় এবার খুশি উপকূলের জেলে-মহাজনরা।
সাতক্ষীরা আশপাশের উপকূলীয় জেলেরা (১ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল থেকে পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়াালিনী ফরেস্ট স্টেশন অফিস থেকে নৌকা ও ট্রলারসহ নির্ধারিত রাজস্ব জমা দিয়ে মাছ-কাঁকড়া আহরণের অনুমতিপত্র (বিএলসি) সংগ্রহ করতে শুরু করেন।
মাছ ও কাঁকড়া আহরণের জন্য স্টেশন অফিস থেকে বিএলসি (অনুমতি) নেওয়া জেলেরা সুন্দরবনের নদী-খালে প্রজাতির মাছ শিকার আহরণ করতে পারবেন।
সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সুলতান হোসেন গণমাধ্যমকে জানান, সেপ্টেম্বর মাস থেকে মাছ ও কাঁকড়া আহরণের জন্য জেলেদের অনুমতি দেওয়া হচ্ছে। তারা মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেই সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ করছেন।
এসব জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ছাড়া কোনো ধরনের শিকার করতে পারবেন না। কেউ যদি মাছ-কাঁকড়া আহরণের পাস নিয়ে সুন্দরবনে অন্য কোনো কিছু ধরার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাবুরার জেলে ফজলু মালী বলেন, ‘আমরা উপকূলের মানুষ। আমাদের জীবন জীবিকার একমাত্র আয়ের উৎসব সুন্দরবন। বিগত দুই মাস সুন্দরবনের পাস পারমিট বন্ধ থাকার কারণে আমাদের অভাব-অনটনে দিন কাটাতে হয়েছে। সেপ্টেম্বর মাসের শুরুতে আমাদের সুন্দরবনের পাস পারমিট চালু করে দিয়েছে। তাতে আমরা সুন্দরভাবে জীবন-যাপন করতে পারব।'