অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তদন্ত ছাড়া গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার  

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন যারা দোষী তাদেরই মামলায় নাম দেয়া হয়। তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, অন্য কারও নাম দিবেনন না। আর যাদের নামে হত্যা মামলা আছে তাদের তদন্ত ছাড়া গ্রেপ্তার করা যাবে না।

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ লোক যেন কোনভাবেই হেনস্তার শিকার না হয়। তিনি বলেন, এখন পুলিশ বাদি হয়ে মামলা দিচ্ছে না। আগে পুলিশ বাদি হয়ে মামলা দিত। এখন ভুক্তভোগীরাই মামলা করছেন। এটা ইতিবাচক।

মব জাস্টিস নিয়ে উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে কেউ যেন তুলে না নেয়। অপরাধী হলেও তাকে যেন আইনের হাতে তুলে দেয়া হয়।