চট্টগ্রামে করোনায় মৃত্যু ৪, শনাক্ত ১৪১
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ১৪১ জন। নতুন শনাক্তদের মধ্যে ১২১ জন নগরের ও ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্য হয়েছে চারজনের।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৯ হাজার ৩৮২ জন আর মারা গেছেন মোট ৩৫১ জন।
বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮০৭ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও সিভাসুতে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৫৭ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও শেভরণে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পাওয়া গেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ধরা পড়েছে।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।