মঙ্গলবার থেকে বহির্বিভাগ সেবা চালুর ঘোষণা, সীমিত চলবে ইনডোর
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে হাসপাতালে বহির্বিভাগ সেবা চালু ও সীমিত আকারে ইনডোর সেবা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেলের আন্দোলনরত চিকিৎসকরা। জরুরি বিভাগ আগের মতো চালু থাকবে বলেও জানান তারা।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢামেকের প্রশাসনিক ভবনের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকরা এ কথা জানান।
আন্দোলনকারীরা জানান, আউটডোর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে। এছাড়া সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।