অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুক্রবারও চলবে মেট্রোরেল, ঘোষণা শিগগিরই

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার  

রক্ষণাবেক্ষণ কাজের জন্য সপ্তাহের প্রতি শুক্রবার বন্ধ রাখা হয় ঢাকার দ্রুতগতির বিদ্যুৎ চালিত গণপরিবহন মেট্রোরেল। তবে রাজধানীবাসীর জন্য সুখবর হচ্ছে, খুব শিগগিরই শুক্রবারও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেছেন, এখনো ঘোষণা না হলেও পরিকল্পনা আছে। উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।

ডিএমটিসিএল সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত, খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন, তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।
এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে তো। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি, এইটুকু আপাতত বলতে পারি।